Jahir Hasan
______________
ash anyone, ash?
___________
that-house, I take a picture
then I enter it.
its resident beast emerges.
i set ablaze the house.
in that burning pyre
I drop the picture of the house
in this way ash
is born of thin air
all ash
therefore
is picture
the ash-carrier’s heart is heavy
ash anybody, ash?
ছাই নিবেন গো ছাই
____________
সে-ঘরের ছবি তুলি।
তার পর সেই ঘরে ঢুকি।
বার হই ঘরের জানোয়ারটা।
পোড়াই ঘরেরে।
ঘরের আগুনে ছাড়ি
ঘরের ছবিটা।
ছাই এই ভাবে
বাতাসের মধ্যে পয়দায়
সব ছাই
তাই
ছবি
ছাই বাহকের মন ভালো নাই।
ছা্ই, ছাই নিবেন গো ছাই!
***
with regard to language tilling at arshi-nagar
____________________________________
when i lean
toward you
and when
i don’t
both are
me
but who
do you love more?
the sugarcane farmers don’t kiss after all
drowned in sugarcane sap
they do not wish to lose themselves.
the i before the kiss
and the i just after
reside so close
yet have not the two met,
has not one ever witnessed
the other’s circus?
আরশি নগরের ভাষার চাষ বিষয়ে
_____________________
যখন তোমার দিকে কাত
হই,
যখন হই না-
এই দুইজনই
আমি
কিন্তু
কারে বেশি
ভালোবাসো তুমি?
আখচাষীরা তো চুমা খায় না।
আখের রসে অটল
হারাইতে চায় না তারা!
চুমার আগের আমির সাথে
চুমার পরের আমির
এত কাছাকাছি বাস
তবু দেখা হয় নাই নাকি,
দেখে নাই একজনা কভু
আরেকজনের সার্কাস?
***
wind, where have you disappeared?
____________________________
the magician, from within the ear, shall
conjure an elephant, so i await
white rice on the plate
nowshall fry and eat some brinjal chunks, i await
awaiting dubai dough from my son
with that, ah, to die after devouring a hilsa huge
in the debdaru tree near the graveyard
that bulbuli’s self-crafted song i have smeared my face with
holding it up
so that it does not slough clumsy into the bog
let the wind come dancing, by and by
on its back shall i slowly let adrift the song…
বাতাস কই গেলা
___________
জাদুকর কানের ভিতর থাকি
হাতি বার করবেনে তাই বসি আছি
সাদা ভাত পাতে
বেগুনের চাক ভাজি খাবো, বসি আছি
দুবাইয়ে ছেলের টাকার আশায়-
দেড় কেজি ওজনের ইলিশ খাইয়েই মরবানে!
কবর খানার কাছে দেবদারু গাছে
বুলবুলির স্বরচিত গানটা সারা মুখে মাখি কায়দায়
থামায়ে রাখছি
কাদার উপর যেন বেকায়দায় না পড়ে!
বাতাস নাচতে নাচতে আসুক
তার পিঠে আস্তে ছেড়ে দিবোনে !
***
what i shall not dream tonight
_____________________
unknown station. fog filled.
road desolate.
the train-driver is old, he
can’t even find
his own train.
it would seem, there, there…
at a distance, buried in the fog
ambivalent
isn’t that a girl weeping to her heart’s content!
স্বপ্নে আজ যা দেখব না
_______________
অচেনা স্টেশন। কুয়াশায় ভরা।
রাস্তা খালি।
ট্রেন ড্রাইভার বুড়া, তার
নিজের ট্রেনই
খুইজে পাইতেছে না!
মনে হবে বার বার, হুদাই হুদাই
দূরে কুয়াশার গভীরে
অনির্ণেয়
একটা মেয়ে মন ভরি কাঁদতেছে না !
***
a child’s lament about the grave
_________________________
that is a child’s grave
he is refusing to accept the system of graves
he is trying to come out
to play, towards this world
he has no idea that a grave stockpiles everything
the angel appears, as if enquires:
why so restive, why do you regret?
here are playing grounds galore
try as many fixtures as you wish
every sport under the sun nigh that garden of palms
never in million years should you ask that ancient greybeard
what time it is here!
কবর বিষয়ে শিশুর আক্ষেপ
__________________
এই কবরটা একটা শিশুর
ও মানতে চাচ্ছে না কবরের সিস্টেম
ও বার হই আসতেছে
খেলবে কইয়ে
দুনিয়ার দিকে
কবরের ভিতর সব আছে ও জানত না
ফেরেশতা আসে, যেন জিগায়
তুমি ছটফট কেন, আপশোচ করতেছ কেন?
খেলার মাঠ হ্যানে বহুত আছে
যাও কত পদে তুমি খেলবা
সব খেলাই আছে ঐ খেজুর বাগানের কাছে
ঐ বসা বুইড়ারে ভুলেও জিগাইনা
এইখানে কটা বাজে!
***
grave, rain
________
lightning streak, as if a woman, such tenderness one feels
the cloud is the grave
still that grave crumples, drizzles!
distant district, rain awash, homeless insect,
numb shadows flicker
within crannies of the comb’s tooth
silence visits in a little while
rain, rain pours on
beneath the rind and bark, unstoppable
down to the roots of grass, as if no letter arrives
has it been buried
by the rain?
sorrow besieges
my brother’s grave!
কবর, বৃষ্টি
______
বিদ্যুৎরেখা, যেন মাইয়ে, ক্যান মায়া লাগে,
মেঘেই সমাধি
তবুও সমাধি ঝুরো হই ঝরি পড়ে!
দূর জেলা, বৃষ্টি কবলিত, গৃহহীন কীট,
স্তব্ধ ছায়া নড়ি উঠতেছে
চিরুনির দাঁতের ফাঁকের মধ্যে
নীরবতা একটু পরেই আসে
বৃষ্টি নামি গেছে
ছালবাকলের তল দিয়া, ঘাসের শিকড়ে
থামে নাই, কোনো চিঠি নাই যেন
বৃষ্টিতে দেবে কি গেছে
মন মরা
বাঁশতলে দাদার কবর !
***
memory of cosmos
_______________
in my mind a beam-balance hangs
all my cares, all weight I place there
a park there
a rivulet
trees and birds
that rivulet as if is an island
they do not appear
anytime, not always
there the milky way seems wobbly
i sit in a coffee shop
the waiter arrives
i drink coffee
and think
did I ever have anyone?
as if there is no yesterday
relentless this task
in my beam-balance
i measure
its weight
in this mind i stay
in that mind i keep
মহাকাশের স্মৃতি
__________
আমার মনের মধ্যে একখান দাড়িপাল্লা ঝোলে
মনের সকল ভার আমি তাতে রাখি
সেইখানে পার্ক আছে
ছোট নদী আছে
গাছ পাখি আছে
আবারও সে ছোট নদী আছে
যেন এক দ্বীপ সেইটা
তারা যন তন
হয় না উদয় স্যানে
ছায়াপথ নড়বড়ে মনে হয় সেইখানে
একটা কফিশপে বসি আমি
ওয়েটার আসে
আমি কফি খাই
আর ভাবি
আমার কেউ কি ছিল
মোর কোনো গতকাল যেন নাই
মোর এই কাম একটানা
দাড়িপাল্লা আমি মাপি
তার ভার
আমি এই মন থাকি যেন ওই মনে রাখি !
***
tidbit poem
_________
from deep within my wallet, many a day later
money-receipt of quantum foundation, blood red,
at the blank obverse someone, in a hurry, has scribbled—
1. goodbye store 2. bath
3. moulana. 4. graveyard
5. milad
6.
why was no. 6 blank?
is there no work left to be done
by humans
after milad ?
খুচরা কবিতা
________
ব্যাগের ভিতরই ছিল, বহুদিনপর,
কোয়ন্টাম ফাউন্ডেশন এর মানি রিসিপ্ট পাই, রক্ত রঙা,
তার পিছনে খালি পাইয়ে তাড়াহুড়া কে যেন লিখছে-
১. বিদায় স্টোর ২. গোসল
৩.মাওলানা ৪. কবরস্থান
৫. মিলাদ
৬.
ছয় নং ফাঁকা কেন রাখছিল?
মিলাদের পর মানুেষর
কোনো কাজই কি আর বাকি
থাকে না!
***